উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৯ শে মার্চ ২০২২ : মঙ্গলবার : বন্ধের দ্বিতীয় দিনেও কোন প্রভাব পরলো না ডুয়ার্সের চা-বাগানে। সকাল সড়ে সাত’টা থেকেই শ্রমিকেরা কাজ যোগ দিয়েছে।
মালবাজার মহকুমার সব চা-বাগানেই সকাল থেকেই কাজ শুরু করেছে শ্রমিকেরা। সোমবার কিছু চা-বাগানের শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বন্ধের দ্বিতীয় দিনে স্বাভাবিক ছন্দে সমস্ত চা-বাগান। শ্রমিকদের বক্তব্য আমরা ২০২ টাকা হাজিরা পাই। কাজ না করলে সেই টাকাও পাবো না। তাই কাজ আমাদের করতেই হবে। যারাই বন্ধ ডাকুক আমরা কাজ করবোই। তাই সকাল থেকে মহকুমার সব চাবাগানে কাজ হচ্ছে।