উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩০ শে মার্চ ২০২২ : বুধবার : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল একটি ছোট যাত্রীবাহী গাড়ি। কোনোক্রমে প্রাণে বাঁচলেন গাড়ির চালক সহ মোট ৪ জন। বুধবার ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের সাতখাইয়া এলাকায়।
জানা যায়, চালক সহ ৪ জন যাত্রীকে নিয়ে ওই গাড়িটি শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে জয়গাও যাচ্ছিল। ওই এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে পরে। স্থানীয় মানুষ গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বের করে। খবর জানাজানি হতেই বহু মানুষের ভিড় করে এলাকায়। আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে চালসা ক্যাম্পে নিয়ে যায়। গাড়ির চালক রঞ্জিত গহতরাজ বলেন, হটাৎ সামনে একটি গাড়ি চলে আসে। গাড়ির ব্রেক করা হলেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। চালক সামান্য আহত হয়েছেন।