উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৯ শে মার্চ ২০২২ : মঙ্গলবার : ইচ্ছে ছিল জন্মদিনকে স্মরণীয় করে রাখবে। তাই জন্মদিনের আগেই বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন সৈকত। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। বাড়ি ফেরার পথে রাস্তায় ঘটলো দুর্ঘটনা। মঙ্গলবার ছিল সৈকতের জন্মদিন। আর জন্মদিনের বিশেষ এই দিনটির আগেই চির বিদায় দিতে হলো সৈকতকে। চোখের জলে শেষ কৃত্য দিয়েই পালিত হলো সৈকতের শেষ জন্মদিন। ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় শোকের ছায়া নেমে পড়ে মঙ্গলবার।
উল্লেখ্য, সোমবার রাস্তার পাশের গাছে ধাক্কা মারে এক অল্টো গাড়ি। যার জেরে মৃত্যু হলো দুই জনের, আহত দুই। সোমবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারী মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত ওই যুবকের নাম সৈকত মন্ডল(২২) ও বিশাল মিত্র(২২)। পুলিশ সূত্রে জানা যায়, ময়নাগুড়ির সুভাষনগর এলাকার চার যুবক প্রাইভেট গাড়ি করে লাটাগুড়ির উদ্দেশ্যে যায়। সেখান থেকে ফেরার পথে ৩১ নং জাতীয় সড়কের সিঙ্গিমারী মোড় এলাকায় একটি গাছে গাড়িটি ধাক্কা মারে। যার জেরে সেখানেই মৃত্যু হয় সৈকত মন্ডল নামের যুবকের। এছাড়াও গাড়িতে থাকা বিশাল মিত্র, দীপঙ্কর দে এবং সিদ্ধার্থ ধর গুরুতর আহত হন। জানা গেছে আহতদের বাড়িও একই এলাকায়। ঘটনার সাথে সাথে স্থানীয় এবং প্রশাসনের পক্ষ থেকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। বাকি তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় সোমবার। কিন্তু জলপাইগুড়ি হাসপাতলে নিয়ে যেতেই মৃত্যু হয় বিশাল মিত্রের। মঙ্গলবার জোড়া মৃতদেহ নিয়ে আসা হয় সুভাষনগর এলাকার নিজের বাড়িতে। আর মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ এলাকার মানুষজন।
মঙ্গলবার ছিল সৈকতের জন্মদিন তাই শেষ শ্রদ্ধা হিসাবে তার শববাহী গাড়িতে রাখা হয় জন্মদিনের কেক। এই দুর্ঘটনায় মর্মাহত এলাকার মানুষ। তাই এদিন ময়নাগুড়ি সুভাষনগর স্কুল সহ বিভিন্ন জায়গায় জোড়া মৃতদেহকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর শেষ কৃত্য সম্পন্ন হয়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজির ছিলেন সমাজসেবী মহুয়া গোপ, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কল্যাণ সাহা সহ প্রমুখরা। এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো নিরাপত্তার বিষয়গুলি নিয়ে কিছু করা যায় কি না।