উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৩০ শে মার্চ ২০২২ : বুধবার : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর হাসপাতালে। বুধবার সকালে আচমকাই আগুন লাগার ঘটনা নজরে আসে হাসপাতালের পুরোনো ভবনের দোতলায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। জোর কদমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে এসেছেন হাসপাতাল সুপার গয়ারাম নস্কর সহ জেলা স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। নিচের দিকে হাসপাতালের আউটডোর থাকলেও মূলত জেলা স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক ভবন এটি। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের প্রশাসনিক ভবনের অনেক জরুরি কাগজ আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তারা।