উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৩০ শে মার্চ ২০২২ : বুধবার : ভুট্টার জমিতে বোম ব্লাস্ট হয়ে গুরুতর এক শিশু কন্যাকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদা জেলার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। আহত শিশু কন্যা খালেদা বেগম (৯), পরিবারে রয়েছে বাবা জালাল উদ্দিন শেখ মা ছবি বিবি। খালেদারা চার বোন এক ভাই। খালেদা পরিবারে ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভুট্টার জমিতে সে খেলতে যায়। সেই সময় হঠাৎই বোম ব্লাস্ট এর শব্দ শুনতে পায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় ও পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে কর্মরত চিকিৎসকেরা স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই শিশু কন্যা। এই ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।