26.4 C
New York
Friday, July 4, 2025

Buy now

spot_img

মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলন শুরু স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটির।

উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩০ শে মার্চ ২০২২ : বুধবার : চা-বাগানের স্টাফ ও সাব স্টাফদের পুরোনো মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলন শুরু হলো। আজ সকালে চা-বাগানের স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটির তরফে ডুয়ার্সের বিভিন্ন চা-বাগানে গেট মিটিং করে দিনভর কর্মবিরতি পালন করে। এদিন সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে জমায়েত করে ওই গেট মিটিং হয়।

জানা যায়, বেশ কয়েকবার স্টাফ ও সাব স্টাফদের যাবতীয় দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয় নি। স্টাফ ও সাব স্টাফদের দাবি নূন্যতম মজুরি না হওয়া পর্যন্ত স্টাফ ও সাব স্টাফদের পুরোনো ৩ বছরের মজুরি চুক্তি ফিরিয়ে আনা হোক। এছাড়াও কর্মীদের অবসরের বয়স ৬০ করা সহ নানান দাবি রয়েছে। এদিন মাল ব্লকের মিনগ্লাস, ওয়াসাবাড়ি, লিস রিভার সহ বিভিন্ন চা-বাগানে সকালে ওই গেট মিটিং করা হয়, তারপর হয় কর্মবিরতি। এদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় কর্মবিরতি। স্টাফ ও সাব স্টাফদের কর্মবিরতির ফলে এদিন সমস্যায় পড়তে হয় বাগান কতৃপক্ষকে, কারণ তারা এদিন কোনো কাজ করেনি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!