উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩১ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম নন্দু প্রধান (৪৮), বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার তুরিবাড়ি বস্তিতে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাল থানার পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। সুত্রের খবর ওদলাবাড়ি বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার হয়। মাল থানার আইসি সুজিত লামা জানান, ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। কোথা থেকে এই বন্দুক এলো এবং কত দিন ধরে ওই ব্যক্তি এই বন্দুকটি ব্যবহার করছে তা তদন্ত করে দেখছে পুলিশ।