উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩১ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : ২২ শে মার্চ মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া পাথরঝোড়া এলাকায় পানীয়জল জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। বর্তমানে পাইপ মাটির নিচে বসানো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানীয় জল সরবরাহও চালু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এর ফলে উপকৃত হবে এলাকার বহু মানুষ।
গত ২২ শে মার্চ এই এলাকার পানীয় জলের উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু এবং মালের মহকুমাশাসক পীয়ুস ভাগনরাও সালুংখে। পাহাড়ি এলাকায় এই জল প্রকল্পের উদ্বোধন করার ফলে পাথরঝোড়ার মঙ্গললাইনের বহু বাড়িতে জল পৌছে যাবে। জানা গেছে পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হলেও সেই জল পাহাড়ি এলাকায় থাকে না। সমস্ত বৃষ্টির জল গড়িয়ে সমতলে চলে আসে। আর সেই কারনে গরম কালে এই সব এলাকায় প্রবল জল সংকট দেখা দেয়। জানাগেছে, সঞ্জিবনী প্রকল্পের আওতায় পাথরঝোড়া এলাকার মঙ্গল লাইনে বড় বড় জলের রিজার্ভার বসানো হয়েছে। ৫ হাজার লিটারের ৪ টি জলের রিজার্ভ বসানো হয়েছে। পাথরজোড়া এলাকায় সোর্স থেকে জল এই রিজার্ভারে জমা হবে। আর সেখান থেকে পাইপের মাধ্যমে সেই জল এলাকার মানুষের বাড়ি বাড়ি পৌছে যাবে। আর এতেই এলাকার দীর্ঘ দিনের জল সমস্যা দূর হবে। এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা। আগামী কিছুদিনের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তবে ইতি মধ্যে কিছু কাজ শেষ হয়ে গেছে। যার ফলে বর্তমানে বহু মানুষ পানীয় জল পাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে পাথরঝোড়া এলাকার মঙ্গললাইন এলাকার শ্রমিক রিতা মুন্ডা, ববিতা ওড়াও, সুনিল ওড়াওদের বক্তব্য কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। ইতিমধ্যে বহু জায়গায় জলের পাইপ বসানো হয়ে গেছে। যার ফলে জলও পাচ্ছি আমরা। এখন জলের জন্য আর নদীতে দৌড়াতে হচ্ছে না। রাজ্য সরকার আমাদের জন্য বড় উপকার করেছে। আমরা চাই সব জায়গায় এই জল পৌছে যাক। বাড়ির পাশাপাশি রাস্তায় রাস্তায়ও কল বসানো হয়েছে। আর এতেই জলের সমস্যা অনেকটাই মিটেছে আমাদের।