উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩১ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : তিস্তা জল চাষবাসের সুবিধার জন্য বাঁ-হাতি এবং ডান-হাতি ক্যানেল দিয়ে প্রভাবিত হয়। আর এই জল সেচকাজে ব্যবহার করে উপকৃত হচ্ছে দুই এলাকার কৃষকেরা। খরা মরশুমে তিস্তার বা-হাতি ক্যানেলের জল সেচকাজে ব্যবহার করছে, গাজলডোবা, কাঠামবাড়ি, ক্রান্তি এলাকার কৃষকেরা। আর এতে সব ধরনের কৃষি কাজে উপকৃত হচ্ছে কৃষকেরা।
তিস্তা বাঁ হাতি ক্যানেলের জল, বর্তমানে মালবাজার মহকুমার মাল ব্লকের গাজোলডোবা, ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম, কোদালকাটি বিস্তীর্ণ এলাকায় ধান চাষ করছে কৃষকেরা। এলাকার কৃষক রতন ভৌমিক, সুমন বাড়ই বলেন , প্রতি বছর ক্যানেলে জল একটু আগে ছাড়লে ভাল হয়। আমরা চাই মাঘ মাসেই ক্যানেলের জল ছাড়া হোক। এই সময় জল ছাড়লে চাষ আবাদের সুবিধা হয়। তিনি আরও জানালেন বোরো চাষ করে কুড়ি মন ধান বিঘা প্রতি পাওয়া যায়। বোরো চাষ করে আমার মত অনেক কৃষক উপকৃত হচ্ছে। আমরা চাষবাসের জন্য ক্যানেলের জল পেয়ে সব মরশুমেই কৃষিকাজ করতে পারছি।