উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধূপগুড়ি : ৩১ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। জলপাইগুড়ি শহরের দেশবন্ধুপাড়ার ঘটনা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, উড়িষ্যার বাসিন্দা দুঃশাসন বারিক ওই যুবক, জলপাইগুড়ির রানীনগরের একটি বহুজাতিক ঠাণ্ডা পানীয় সংস্থার কর্মী ছিল। দেশবন্ধুপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। দিনকয়েক আগে পরিবারের সকলকে উড়িষ্যায় পাঠিয়ে দিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন তিনি। গত তিনদিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। আজ তার কয়েকজন সহকর্মী খোজ নিতে এসে দেখেন ঘর বন্ধ। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঐ যুবকের দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে যুবকের পরিবারের সঙ্গে।