উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : মাল ব্লকের বাগরাকোট এলাকার চাঁদমারি থেকে সিকিম পর্যন্ত পাহাড় কেটে ৭১৭ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। এই কাজে নিযুক্ত একাধিক ঠিকাদারি সংস্থার ডাম্পার সহ অন্যান্য ভারী যানবাহন প্রতিদিন বাগরাকোট এলাকার জাতীয় সরক সংলগ্ন মিনামোড় থেকে রাজ্য সড়ক ধরে বাগরাকোট হয়ে যাতায়াত করে। এতেই রাস্তার হাল অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। স্থানীয় টোটো সহ ছোট গাড়ি চলাচলে অসুবিধা হয়। মাঝে মধ্যে দুর্ঘটনাও হয়। রাস্তা মেরামতের দাবি জানিয়ে ফল হয়নি। এতেই শুক্রবার ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ, টোটো চালক সহ অন্যান্যরা এক নির্মাণ সংস্থার ডাম্পার আটকে বিক্ষোভ দেখায়।
আদিবাসী ও গোর্খা সংযুক্ত সমিতির সভাপতি সাধন মোক্তান বলেন, গত কয়েক মাস ধরে রানী কনস্ট্রাকশন, ভুটান কনস্ট্রাকশন এবং জৈন কনস্ট্রাকশন নামের তিনটি সংস্থা জাতীয় সড়ক নির্মাণ করে চলছে। তাদের পণ্য নিয়ে ডাম্পার ও ভারী যানবাহন নিয়মিত যাতায়াত করে। এর ফলে মিনামোড় থেকে বাগরাকোট চা-বাগান পর্যন্ত দুই কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে গেছে। মেরামতের জন্য আমরা মন্ত্রী, ডিএম, এসডিও সহ বিভিন্ন মহলে আবেদন করেছি, কিন্তু ফল হয়নি। দিন দিন রাস্তা বেহাল হয়ে যাচ্ছে। বর্ষায় আরও খারাপ হবে। তাই মেরামতের দাবী নিয়ে আজ স্থানীয়রা নির্মাণ সংস্থার ডাম্পার আটকে বিক্ষোভ দেখায়। তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার না করলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলবে। অপর দিকে জাতীয় সড়ক দপ্তরের এন.এইচ.আই. ডি.সি.এল. এর প্রজেক্ট ম্যানেজার প্রসাদ শর্মা বলেন, তিনটি নির্মাণ সংস্থার সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে চেষ্টা করা হচ্ছে।