উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : ২ রা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার কারনে গত দুবছর অন লাইনের মাধ্যমেই পরীক্ষা হয়েছে সর্বত্র। তবে এখন করোনার প্রকোপ নেই বললে চলে। তাই সরকারী ভাবে ৩১ শে মার্চ ২০২২ থেকে বিধিনিষেধও উঠে গেছে করোনার। আর এই সবের কারনে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। আর সেই কারনে সমস্ত স্কুল প্রস্তুতি শুরু করে দিয়েছে।
এবছর প্রথম নিজ নিজ স্কুলেই উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার জন্য অন্য স্কুলে ছুটতে হবে না। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিরুমোহন রায় বলেন, এবছর নিজ নিজ স্কুলেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। তবে যেদিন যে পরীক্ষা হবে, সে দিন সেই সাব্জেক্টের শিক্ষক স্কুলে থাকতে পারবে না। পাশাপাশি সরকারের একজন প্রতিনিধি স্কুলে পরীক্ষার সময় থাকবে, থাকবে পুলিশ প্রশাসন। উচ্চ মাধ্যমিক এবং এগারো ক্লাস এর পরীক্ষা যেহেতু একই দিনে হচ্ছে, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকালের দিকে হবে এবং এগারো ক্লাস এর পরীক্ষা বিকেলে হবে। দুটো পরীক্ষার ক্ষেত্রেই প্রশ্নপত্র বাইরে থেকে আসবে, কাউন্সিল সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেবে। কভিড বিধি উঠে গেলেও পর্ষদের গাইড লাইন মেনেই পরীক্ষা হবে। এছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। পাশাপাশি অভিভাবকদেরও স্কুল ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিন সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে পরীক্ষার প্রস্তুতি। চলছে সিট নাম্বার লাগানোর প্রক্রিয়া।