উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : জলপাইগুড়ি জেলা পুলিশের হাইওয়ে ট্রাফিক দুই এর পক্ষ থেকে পথবন্ধুদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হলো শুক্রবার। এদিন ময়নাগুড়ির কালীরহাট মোড় এলাকায় অবস্থিত হাইওয়ে ট্রাফিকের অফিস এলাকায়।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি দমকলের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ, ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে চিকিৎসক ডাঃ জয়দেব মাহাতো, হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল, মোস্তফা হোসেন সহ প্রমুখরা। এছাড়াও ময়নাগুড়ির চারটি পথবন্ধু অর্থাৎ রানীরহাট মোড়, ঝাঁঝাঙ্গি, টেকাটুলী এবং উল্লাডাবড়ির পথবন্ধুরা অংশগ্রহণ করেন।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে মূলত পথবন্ধুরা কি ভাবে আপদ কালীন পরিস্থিতিতে উদ্ধার করবেন এবং সঠিক পদ্ধতিতে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাবেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত পথবন্ধুদের কি করণীয় সেই বিষয়েই আলোচনা করেন। এছাড়াও উপস্থিত চিকিৎসক পথবন্ধুদের বোঝান কি ভাবে প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে। ছোট দুর্ঘটনা হলে আহত রোগীদের কি ভাবে প্রাথমিক চিকিৎসা করবেন। এছাড়াও আগুন নিয়ন্ত্রন কি ভাবে করবেন সে বিষয়েও আলোচনা করা হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সেভ-ড্রাইভ সেফ-লাইফ নিয়েও প্রচার করা হয়। ময়নাগুড়ি দমকলের পক্ষ থেকে উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণ কি ভাবে হবে তা হাতে কলমে প্রশিক্ষণ দেন পথবন্ধুদের। যেহেতু পথবন্ধুরা কোনো ভাবেই প্রশিক্ষিত নন এবং দুর্ঘটনার ঘটনাস্থলে প্রথমেই ছুটে যান পথবন্ধুরা। তাই তাদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বলে জানান হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল।