উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : ক্রমশই ময়নাগুড়ি শহরে ভিড় বাড়ছে। এই ভিড় অন্য কারণে নয়, এই ভিড় কেনাকাটার। ময়নাগুড়ি শহরে শুরু হয়েছে চৈত্র সেল। সেই কারনেই ময়নাগুড়ি শহরে পা রাখার জো নাই।
শুক্রবার প্রতিটি কাপড়ের দোকানে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ময়নাগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই শহরে কেনাকাটা করতে। বছরের সব সময় কেনাকাটা হলেও মূলত ভিড় হয় দুর্গা পূজার কেনাকাটা এবং চৈত্র মাসের কেনাকাটায়। এই চৈত্র মাসের কেনাকাটায় বিশেষ অফার বা খুব কম দামে জিনিস পত্র পাওয়া যায়। তাই এই সময় ব্যাপক ভিড় দেখা যায় ময়নাগুড়িতে। আর ব্যবসার কারণে খুশি ময়নাগুড়ির ব্যবসায়ীরাও।