উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : শিশুর ওপর অমানবিক ও নৃশংস অত্যাচারের ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যা দেখে যে কোনো মানুষের শরীর শিউরে উঠবে, কর্মসূত্রে ঐ শিশুটির বাবা ও মা সকালেই বেরিয়ে পড়তেন। নিজের সন্তানের একটু নজর রাখার জন্যে পাশের বাড়ির দুই ভাড়াটিয়াকে অনুরোধ করে যেতেন, সেই সুযোগকে হাতিয়ার করে পাশের বাড়ির ভাড়াটিয়া চার বছরের শিশুকে নিজেদের ভাড়া বাড়িতে ডেকে এনে বাড়ির নানান কাজ করাতো, না পারলে কখনও রুটি বেলার বেলুনি দিয়ে মারধর, আবার কখনও উল্টো ভাবে ঝুলিয়ে লাথি মারা, কখনো কখনও উঠবস করানো হতো। এমনি বিভিন্ন ভাবে ঐ শিশুর উপরে অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে পেশায় সেন্টারিংয়ের কাজে যুক্ত মালদার বামনগোলা থানা এলাকার খুটাদহ গ্রামের যুবক প্রসেনজিৎ মণ্ডল। এরা কাজের সূত্রে হায়েদ্রাবাদের রাজীবনগরে থাকে। এই অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাগে ফেটে পড়েছেন আমজনতা, অভিযুক্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানায় মালদার বামনগোলা থানা এলাকার সকল মানুষ।