উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাংকের সহকারী কোষাধক্ষ্য ধানমানি লাক্ড়া আজ কর্ম জীবন থেকে অবসর নিলেন। সেন্ট্রাল ব্যাঙ্ক ওদলাবাড়ি শাখার পক্ষ থেকে উনাকে বিদায় সংবর্ধনা দেবার এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শাখা প্রবন্ধ চিরিং লামা বলেন, লাক্ড়া দিদি আমাদের সহকারী কোষাধক্ষ্য ছিলেন। ওনার কাজের প্রতি আগ্রহ ছিল বেশ ভালো এবং কাস্টমারদের সাথে ব্যবহার ছিল নম্র। বিদায়ী সহকারী কোষাধক্ষ্য ধানমানি লাক্ড়া বলেন, আমি ১৯৮৯ সালে প্রথম ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাংকের কাজে যোগদান করি ও ২০১০ সালে নাগরাকাটা সেন্ট্রাল ব্যাঙ্কে তিন বছর কাজ করার পরে পুনরায় ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাঙ্ক কাজে জয়েন করি এবং আজকে অবসর গ্রহণ করলাম। দীর্ঘ ৩৩ বছর কর্মজীবনের মানুষের সাথে সদ ব্যবহার ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। ওদলাবাড়ি শাখায় শাখা প্রবন্ধ সহকারী শাখা প্রবন্ধ কোষাধক্ষ্য এবং সকল স্টাফ ব্যবহার খুবই ভালো বলে তিনি জানালেন।