উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২ রা এপ্রিল ২০২২ : শনিবার : সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি মালবাজার মহকুমা জুড়ে। কখনো জোরে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। পাশাপাশি পুরো আকাশ মেঘে ঢেকে কালো হয়ে আছে। আর এই বৃষ্টির মধ্যেই শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতি মধ্যে স্কুল মুখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
বৃষ্টি মধ্যে ছাতা মাথায় নিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলগুলিতে পরীক্ষা দিতে এসেছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় ছাত্র-ছাত্রীরা। সকাল ১০ টা থেকে শুরু পরীক্ষা, তার আগে স্কুলগুলির সামনে ভিড় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা। বৃষ্টির জন্য রাস্তাঘাটে লোকজন সে রকম নেই বললে চলে। গাড়ি চালাচলও কম করছে। এক নাগারে বৃষ্টির জন্য ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে মালবাজার মহকুমা জুড়ে।