উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২ রা এপ্রিল ২০২২ : শনিবার : সমস্ত স্কুলের স্কুল ড্রেস নীল-সাদা করার সিদ্ধান্তের বিরোধীতা করে শনিবার সন্ধ্যায় এক মিছিল অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে। আই.এম.এ. ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে গঠিত প্রাক্তন সম্মেলনী নামক সংগঠনটির সদস্যরা। মিছিল শেষে সমাজপাড়া মোড়ে এক পথসভার মাধ্যমে স্কুলের ঐতিহ্য বিনষ্টকারী তুঘলকী সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। মিছিলের স্লোগান ওঠে লাল ফিতে সাদা মোজা পাল্টে দেওয়া অতই সোজা, স্কুলের পোশাক পরিচয় সেই পোশাকেই গর্ব হয়।
মিছিল শেষে প্রাক্তন সম্মেলনীর কনভেনার সৌভিক কুন্ডা বলেন আমরা জানতে পেরেছি আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের সমস্ত স্কুলে স্কুল ড্রেস নীল-সাদা করা হবে এমন সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে হয়েছে জলপাইগুড়ি জেলা শহরের বহু স্কুল রয়েছে যারা তাদের স্কুল ইউনিফর্মের সাথে স্কুলের ঐতিহ্য বহন করছে সমস্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা হওয়ার আমরা বিরোধিতা করছি। সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আমরা পাশে পেতে চাই, সেই উদ্দেশ্যেই আমরা ২রা এপ্রিল শনিবার এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ শুরু করলাম। এরপর প্রতিটি স্কুলের সামনে ফ্লেক্স লাগিয়ে ও জেলা শাসকের কাছে প্রতিবাদপত্র দিয়ে প্রতিবাদ জানাবেন প্রাক্তনীরা। প্রাক্তন সম্মেলনীর এর পক্ষে বক্তব্য রাখেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক সস্তিশোভন চৌধুরী। তিনি বলেন, এখানে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা রয়েছে প্রত্যেকের নিজ নিজ স্কুলের স্কুল ড্রেসের প্রতি ভালোবাসা ও স্মৃতি জড়িয়ে আছে। সব রঙ যদি এক রঙে গিয়ে মেশে তা বড্ড বেমানান লাগবে। আমরা চাই প্রতিটি স্কুলের তার নিজস্ব স্কুল ড্রেস থাকুক।