উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩ রা এপ্রিল ২০২২ : রবিবার : পদ্মশ্রী করিমুল হক্ এর ডাকে সাড়া দিলেন জেলার এম.ভি.এ. আধিকারিক দেবীপ্রসাদ শর্মা। উনার মানবিক উদ্যোগে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সহায়তা করলেন এক ট্রাই সাইকেল দিয়ে।
পদ্মশ্রী করিমুল হক্ জানালেন, আমার কাছে ময়নাগুড়ি ব্লকের সপ্টিবাড়ি এলাকার নজরুল ইসলাম নামে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ট্রাই সাইকেল জন্য আবেদন করেন। আমি এই বিষয়ে এম.ভি.এ. আধিকারিক দেবীপ্রসাদ শর্মা -র সাথে আলোচনা করি। তিনি নিজের উদ্যোগে আজকে আমার বাড়িতে নজরুল ইসলামকে ট্রাই সাইকেল তুলে দিলেন। তিনি দেবীপ্রসাদ শর্মাকে এহেন কাজের জন্য ধন্যবাদ জানালেন এবং সকলকে মানুষের সেবার কাজে উদ্যোগী হতে আহ্বানও জানালেন।