উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩ রা এপ্রিল ২০২২ : রবিবার : শনিবার মধ্যরাতে মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ১৮ নম্বর লাইনের শ্রমিক বিষো ওরাওঁ এর ঘর ভাঙল হাতির তাণ্ডবে। ঘটনায় বাড়ির মালিক ও তাঁর স্ত্রী পুত্র কোনো রকম পালিয়ে বাঁচে। তবে এখনও আতঙ্ক কাটেনি তাঁদের। রবিবার সকালেও পরিবারটির চোখ মুখে আতঙ্কের ছাপ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ভগবানদাস ওরাওঁ বলেন, বাজি পটকা ফাটিয়ে দাঁতালটিকে সবাই মিলে তাড়িয়ে দেওয়া হয়েছে। সারা বছর ধরেই বাগানে হাতির অত্যাচার লেগেই আছে। বনদপ্তরের খুনিয়া রেঞ্জ এর পক্ষ থেকে জানায়, হাতির গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।