উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : সোমবার রাতে ময়নাগুড়ি পানবারি বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম শ্যামল রায়। তার বাড়ি ব্লকের আমগুড়ি এলাকায় দুমুখো স্পার এলাকায়।
সোমবার রাতে পুলিসের কাছে খবর আসে শ্যামল রায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। ময়নাগুড়ি থানার পুলিস পানবাড়ি বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকেএকটি দেশি পিস্তল সহ এক রাউন্ডগুলি উদ্ধার করে। মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ময়নাগুড়ি থানা পুলিশ আদালতের কাছে অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে।