উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : ময়নাগুড়ি থানার আই.সি. তমাল দাস কে সংবর্ধনা জানালো ময়নাগুড়ি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন ফুলের তোড়া দিয়ে আইসিকে সংবর্ধনা দেওয়া হয়।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বলেন, ময়নাগুড়ি থানার আইসি অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। ময়নাগুড়িতে একের পর এক দুষ্কৃতিরা ধরা পড়ছে। আইসি তমাল দাসের তৎপরতায় ময়নাগুড়িতে চুরির উপদ্রব কমে গিয়েছে। এছাড়াও ময়নাগুড়ি আইসি তমাল দাস বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ করে থাকেন প্রায়ই। সেই কারনেই আজ তাকে সংবর্ধনা জানানো হয়েছে।