উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পেশ করল মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবর মারফত মোথাবাড়ি পুরাতন বাজার সংলগ্ন একটি ফাঁকা মাঠ থেকে ওই দুই দুষ্কৃতি গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্ত চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ, একটি লোহার রড ও একটি লোহার হাসুয়া।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় কোনো অসৎ কাজ করার উদ্দেশ্যে সন্দেহ জনক ভাবে এক জায়গায় জড়ো হয়েছে কয়েকজন, সেই খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ এবং দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও তিন-চার জন পুলিশকে দেখে পালিয়ে যায়। দুই যুবককে আটক করে মোথাবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের নাম লিয়াকৎ আলী ও রয়েল সেখ, দুজনের মধ্যে একজনের বাড়ি বনকুল ও অপরজনের বাড়ি জহরদিটোলা এলাকায়। দুজনে মোথাবাড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।