উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : আলু বোঝাই গাড়ির, আড়ালে গরু পাঁচারের ছক বানচাল করলো মালবাজার মহকুমার ক্রান্তি ফাড়ির পুলিশ। দুটি পিকাপ ভ্যানে করে এই গরুগুলো পাঁচার হচ্ছিলো। ক্রান্তি ফাড়ির পুলিশ দুটি পিকাপ ভ্যান এবং ৮ টি পূর্ণ বয়ষ্ক গরু আটক করে। গ্রেপ্তার করা হয় দুই গাড়ির চালককে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে শিলিগুড়ির দিক থেকে দুটি পিকাপ ভ্যান আলু বোঝাই করে ক্রান্তি হয়ে চ্যাংরাবান্ধার দিকে যাচ্ছিলো। সকালে ক্রান্তির এলাকায় পুলিশ দুটি গাড়িতে আটকায়। চালকে জিজ্ঞাসাবাদ করলে চালক বলে আলু নিয়ে যাচ্ছে তারা। কিন্তু পুলিশের সন্দেহ হয়। পুলিশ এরপর গাড়ি দুটো রাস্তার পাশে দাড় করিয়ে চেকিং করে। এরপর দেখা যায় দুটি গাড়িতেই অস্থায়ী ভাবে কাঠ দিয়ে সিলিং তৈরি করা হয়েছে। আর এই সিলিং এর ওপরে কিছু আলুর বস্তা রাখা হয়েছে আর সিলিং এর নিচে বড় বড় গরু রয়েছে। এক একটি গাড়িতে বড় বড় চারটি করে গরু রয়েছে। এরপর গাড়িসহ চালকদের ক্রান্তি ফাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামানো হয় গরুগুলোকে। গ্রেপ্তার করা হয় গাড়ির দুই চালককে। উল্লেখ্য গত দু সপ্তাহ আগেও একই পদ্ধতিতে ধানের তুস নিয়ে গরু পাচার করতে গিয়ে আটক করা হয় বেশ কিছু গরু। আর এবার পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচার করতে গিয়ে আবার ৮ টি গরু উদ্ধার করলো ক্রান্তি ফাড়ির পুলিশ। জানা গেছে গরুগুলো চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ পাচার হতো। তবে পুলিশের তৎপরতায় গরু পাঁচারের ছক বানচাল হলো।