উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : এই সময় পানীয় জলের সমস্যা সব জায়গায়। কারন এই সময় জলের স্তর নিচে নেমে যায়। কুয়ো নদী নালা শুকিয়ে যায়। সেই কারনে জলের জন্য সমস্যায় পড়ে মালবাজার মহকুমার মানুষ।
যখন সব জায়গায় জলের জন্য হা-হা-কার, তখন অন্য ছবি দেখা গেলো মালবাজার ব্লকের ওদলাবাড়ি চা-বাগানে। ওদলাবাড়ি চা-বাগানের জলের রিজার্ভার থেকে প্রতিনিয়ত জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে অথচ হুশ নেই চা-বাগান কতৃপক্ষের। প্রতিদিন এই ভাবেই জল পড়ে মুল্যবান জল অপচয় হয়েই চলেছে। এব্যাপারে ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশন সদস্য মৃনাল সিংহ রায় বলেন, ওদলাবাড়ি চা-বাগানের এই ছবি বহু দিনের। গত এক দু বছর যাবত এই ভাবেই রিজার্ভ থেকে জল পড়ে নষ্ট হচ্ছে। আমরা জানতে পেরেছি এই চা-বাগানের রিজার্ভারটি ফুটো রয়েছে। আর সেই কারনে সেই ফুটো দিয়ে সব সময় জল পড়ে নষ্ট হচ্ছে। এর আগে আমরা বহুবার চা-বাগানকে বলেছি কিন্তু হবে হবে বলে এখনো সেই কাজ হয় নি। এব্যাপারে আমরা প্রশাসনকে এ বিষয়ে জানাবো। এ ব্যাপারে চা-বাগান কতৃপক্ষ কিছু বলতে চায় নি।