উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : কলেজে নিয়মিত ক্লাস নেওয়া হয়, এন.এস.এস. ইউনিট চালু করা, চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের অতিদ্রুত আইডি কার্ড প্রদান করা, ইউনিফর্ম ও ক্যান্টিন চালু করা সহ সাত দফা দাবিতে মঙ্গলবার মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে কলেজের টিচার ইন চার্জ নন্দিতা সরকার মুখোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সহ-সভাপতি সুরজিৎ দেবনাথ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি বিট্টু দে, সদস্য দেবম ভৌমিক, সম্রাট হালদার, রাজীব অধিকারী দীপাঞ্জন ঘোষ, শুভদীপ মোহন্ত প্রমুখরা। সুরোজিত বাবু বলেন, দাবিগুলো হলো কলেজে যাতে নিয়মিত ক্লাস নেওয়া হয়, এন.এস.এস. ইউনিট চালু করা, চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের অতিদ্রুত আইডি কার্ড প্রদান করা, ইউনিফর্ম ও ক্যান্টিন চালু করা, অতিসত্বর ফিজিক্যাল এডুকেশন বিষয় চালু, ভূগোল সহ বিভিন্ন বিষয়ে অনার্স চালু করার দাবি জানানো হয়। দাবিগুলো না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা।