উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : আনিস খান ও বিদ্যুৎ মন্ডলের হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি করল এস.এফ.আই. এবং ডি.ওয়াই.এফ.আই. এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবনেতা নীলাঞ্জন নিয়োগী, শুভেন্দু সাহা, দীপশুভ্র সান্যাল, ডি.ওয়াই.এফ.আই. এর জেলা সম্পাদক প্রদীপ দে, এস.এফ.আই. এর জেলা সম্পাদক প্রভাকর সরকার, ছাত্রনেতা শুভম ঠাকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতদিন বিরোধী কণ্ঠস্বর রোধ করার জন্য তৃণমূল দলের গুন্ডা বাহিনীকে ব্যবহার করত এখন সরাসরি পুলিশের নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের হয়ে খুন সন্ত্রাস এর সাথে। যুবনেতা প্রদীপ দে বলেন, আগামী দিনে পুলিশের এই নির্লজ্জ ভূমিকার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হবেন ছাত্র-যুবরা।