উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : উদ্বোধন হলো ময়নাগুড়ির জল্পেশ উন্মুক্ত প্রেক্ষাগৃহের। মঙ্গলবার জল্পেশ মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন উপস্থিত ছিলেন এস.জে.ডি.এ. এর চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্ত সহ প্রমুখরা। এদিন মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন ডঃ সৌরভ চক্রবর্তী। এরপর নারকেল ফাটিয়ে উন্মুক্ত প্রেক্ষাগৃহের উদ্বোধন হয়।
ময়নাগুড়ির মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের জল্পেশ মেলার মাঠে স্থায়ী মঞ্চ ছিল না। সেখানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে স্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন। যদিও কাজ সম্পন্ন হওয়ার আগেই এবার জল্পেশ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেই অনুষ্ঠান চললেও মঙ্গলবার সেই মঞ্চ এবং উন্মুক্ত প্রেক্ষাগৃহের উদ্বোধন হয়। জানা যায়, প্রায় ১ কোটি ২০ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে এই স্টিল ট্রাস শেড দিয়ে এই উন্মুক্ত প্রেক্ষাগৃহটি তৈরী হয়, তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো।