উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : গরম পরতেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে ডুয়ার্স জুড়ে। কারন এই সময় জলের স্তর অনেক নিচে নেমে যায়। সেই কারনে বাড়ি বাড়ি কুয়োর জল শুকিয়ে যায়। নদীতেও জল খুব কম পরিমান থাকে। যার ফলে বছরের এই ৫-৬ মাস জল কষ্টে ভোগে ডুয়ার্সের মানুষ।
তবে মানুষ যাতে জল কষ্টে না ভোগেন তার জন্য ব্যাবস্থা করছে রাজ্য সরকার। এ রকমই ছবি দেখা গেলো মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকায়। ওদলাবাড়ি এলাকার বিভিন্ন বাড়ি বাড়িতে পি.এইচ.ই. জল পৌছে দেবার জন্য পাইপ লাইনের কাজ চলছে জোর কদমে। পি.এইচ.ই.-র মেন লাইন থেকে পাইপ দিয়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু বাড়িতে জলও পৌছে গেছে। এলাকার বাসিন্দা অতুল দাম, তাপস রায় বলেন, আগে জলের জন্য পি.এইচ.ই. কলগুলোতে জলের জন্য ভিড় করতে হতো। আবার ভিড়ের জন্য মাঝে মধ্যে জলও পেতাম না। পাশাপাশি বাড়ির কুয়োর জল এই সময় শুকিয়ে যেতো। তবে রাজ্য সরকার এবার খুব ভাল কাজ কাজ করেছে, বাড়ি বাড়ি পি.এইচ.ই. লাইন দিয়ে কল বসিয়ে দিয়েছে। যার ফলে প্রতিদিন তিনবেলা পানীয় জল পাচ্ছি। জল কষ্টের হাত থেকে রেহাই পেয়েছি। তবে এখনও সব বাড়িতে জল পৌছায়নি আসাকরি আস্তে আস্তে সমস্ত এলাকায় বাড়ি বাড়ি জল পৌছে যাবে।
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ইতি মধ্যে পি.এইচ.ই. মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেবার কাজ শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী দেড় দুবছরের মধ্যে জেলার সব বাড়িতে পি.এইচ.ই.-র জল পৌছে যাবে।