উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। কিছুদিন আগেই জল্পেশ এলাকা থেকে শিবু রায় নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার রাতে ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি এলাকা থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম অভিজিৎ রায়। তার বাড়ি জল্পেশ এলাকায়। পুলিশ আরও জানিয়েছে, রবিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ভোটপাট্টি বাজারে একটি যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরে পুলিশের স্পেশাল টিম সেখানে গিয়ে অভিযান চালায়। একটি আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরে ফেলে অভিজিৎ রায় কে। এই যুবক আগ্নেয়াস্ত্র কোথায় পেল এবং সে এটা দিয়ে কি করার উদ্দেশ্য ছিল সে কারণে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীকে আদালতে পাঠানো হয়েছে, পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানা যায় পুলিশ সূত্রে।