উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : এক গৃহস্থের বাড়ির রান্নাঘর থেকে পূর্ণবয়স্ক বিষধর গোখরা সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মালদা শহরের পূর্ব দেশবন্ধুপাড়া এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় পূর্ব দেশবন্ধু পাড়ায় এক গৃহস্থের বাড়িতে পরিবারের সদস্যরা যখন রান্নাঘরে যায় সেই সময় হঠাৎই দেখতে পায় একটি গোখরো সাপ। সেই সাপ দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। খবর দেওয়া হয় সর্প প্রেমী নিতাই হালদার কে। নিতাই হালদার এসে সে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার জন্য। নিতাই হালদার জানান, গতকাল থেকেই এই সাপটিকে দেখা যাচ্ছে বাড়ির ভেতরে। গতকাল চেষ্টা করেও সেটিকে উদ্ধার করা যায়নি। পুনরায় আজ সকালে ফের পরিবারের সদস্যরা দেখতে পান রান্না ঘরের ভেতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেই সাপটি উদ্ধার করি।