উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পাল্লালপুর এলাকায় ভাঙ্গনরোধে কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সঙ্গে ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র।
এছাড়াও ছিলেন বৈষ্ণব নগর এর বিধায়িকা চন্দনা সরকার ছিলেন মালদা জেলার তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্স সহ অন্যান্য নেতৃত্বরা। নারিকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মন্ত্রী থেকে বিধায়ক ও জেলাশাসক সহ অন্যান্য অতিথিরা। এরপর পাল্লালপুর এলাকায় বাঁধ পরিদর্শন করেন সকলেই।