উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : শ্বেতচন্দনের চারা গাছ দিয়ে ময়নাগুড়ি যুব ঐক্যর পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস কে।
জানা গিয়েছে, রবিবার ময়নাগুড়ি যুব ঐক্য র পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি জেলা জুড়ে রক্তের সংকট মেটাতে তাদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে গৌতম গোপ, অসিত চন্দ আইসি তমাল দাস এর হাতে শ্বেত চন্দন গাছের চারা তুলে দেন। সেই সঙ্গে ফুলের তোড়া দিয়েও সম্বর্ধনা জানানো হয়।