উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধূপগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : সকালে অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল ধূপগুড়ির ভারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের নয়ারঘাট এলাকায়।
পাশাপাশি, ইতিমধ্যেই বেশ কয়েকজন মহিলা চিতাবাঘ দেখতে পেয়েছেন বলে দাবী করেন। সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবী, এদিন সকালে বেশ কয়েকটি জায়গায় অপরিচিত পায়ের ছাপ দেখা যায়। বাসিন্দাদের সন্দেহ পাঁয়ের ছাপগুলি চিতাবাঘের। তবে পায়ের ছাপ কিসের বনদপ্তরের তরফে এখনও জানা যায়নি। খবর লেখা পর্যন্ত, ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি।