উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন থানায় টানা বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে বিভিন্ন দুষ্কৃতিকারীদের সে ব্যাপারে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, গত ১১ দিন জলপাইগুড়ি জেলা জুড়ে লাগাতার অভিযান চালিয়ে ১৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে ১৭ টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত।