উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা এপ্রিল ২০২২ : সোমবার : ময়নাগুড়ি আনন্দনগর লালবাবা আশ্রমের বিশ্বভারতী বিদ্যালয় ময়নাগুড়ি সারদা শিশু তীর্থের ১৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও সুগার পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে।
এই অনুষ্ঠানে আয়োজক সময় সারদা শিশু তীর্থ সহযোগিতায় ময়নাগুড়ি, লায়ন্স সেবা, সেবা ভারতী ও গ্রেটার লায়ন্স ক্লাব ও জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরের আয়োজন। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ-মহিলা মিলে মোট ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান বিদ্যালয়ের আচার্য কানু সূত্রধর। তিনি আরও বলেন, গ্রেটার লায়ন্সে পক্ষ থেকে প্রায় শতাধিক শিশুর চক্ষু পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ময়নাগুড়ি লায়ন্স সেবার পক্ষ থেকে সুগার পরীক্ষা হয়। এছাড়াও এদিন বয়স্ক মানুষদের মধ্যেও চক্ষু পরীক্ষা করা হয়। এদিকে এই শিবিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যায়।