উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৭ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : ১২ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দম্পতি। ইংরেজবাজার শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে আড়াই কেজি হেরোইন সহ গ্রেফতার করে এস.টি.এফ.।
মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করা হচ্ছিল বলে দাবি এস.টি.এফ. এর। ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান (২০) ও গোলাম মোস্তাফা(২৭), ধৃত ওই দম্পতির বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। উদ্ধার হওয়া মাদক ও ধৃত দম্পতিকে ইংরেজবাজার পুলিশের হাতে তুলে দিয়েছে এস.টি.এফ.।