উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৭ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : বুধবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে এক বিরল প্রজাতির জন্তু দেখে আতঙ্ক ছড়ালো।
জানা গেছে সন্ধ্যা সাতটার দিকে ফরিদুল ইসলাম এর বাড়িতে ওই বিরল প্রজাতির জন্তুটি এক বস্তার মধ্যে লুকিয়ে ছিল, বাড়ির লোক দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তারপর পাড়া-প্রতিবেশী চিৎকার চেঁচামেচি শুনে লোক জড়ো হয়। জন্তুটিকে কোন রকম ভাবে আটকে রাখা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ফিরোজা বেগম কাঠামবাড়ি আপাল চাঁদ যোগাযোগ করেন। বনদপ্তর এর কর্মীরা এসে জন্তুটিকে উদ্ধার করেন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, জন্তুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। তবে জন্তুটির ব্যাপারে কাঠামবাড়ি আপাল চাঁদ রেঞ্জের বনকর্মীরা সঠিক পরিচয় দিতে পারেনি। এদিকে ভরসন্ধ্যায় বিরল প্রজাতির জন্তুটিকে দেখে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এব্যাপারে মালবাজার ওয়াইল্ড রেঞ্জার দীপেন সুব্বা জানিয়েছেন, প্রানীর নাম চাইনিজ ফেরেট বেজার (Chinese Ferret Badger)।