উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ ই এপ্রিল ২০২২ : বুধবার : চা-বাগানের মধ্যে আটকে পরলো তিনটি হাতি। মালবাজার মহকুমার বাবুজোত এলাকার ঘটনা। বুধবার দিন বাবুজোত এলাকার মানুষেরা দেখতে পান, বাবুজোত এলাকায় ওদলাবাড়ি চা-বাগানের মধ্যে ঘুরাঘুরি করছে তিন হাতি। এর মধ্যে একটি সাবকও রয়েছে। রাজ্য সড়কের পাশে চাবাগানের মধ্যে হাতি চলে আসায় মানুষজন হাতি দেখতে ভিড় করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তারঘেরা জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে বেরিয়েছিলো এই বাবুজোত এলাকায়। ভোরের আলো ফুটে যাওয়ায় সব হাতি জঙ্গলে ফিরে গেলেও এই তিনটি হাতি চা-বাগানের মধ্যে আটকে পরে। খবর পেয়ে আসে তারঘেরা বন দপ্তরের কর্মিরা। অনেক চেষ্টার পর অবশেষে বেলা শেষে হাতি তিনটিকে জঙ্গলে ফেরায় বন কর্মিরা।