উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৬ ই এপ্রিল ২০২২ : বুধবার : আবারো টেন্ডার দুর্নীতির অভিযোগ মানিকচকে। এবারের টেন্ডার দুর্নীতিতে নাম জোরালো চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের। অভিযোগ বিজেপি প্রধান শুকনি সাহা সকল সদস্যকে অন্ধকারে রেখে গোপন টেন্ডার করেছেন। মোটা অংকের টাকার বিনিময়ে শুধুমাত্র নিজেদের পেটুয়া ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে প্রায় ৮৫ লক্ষ্য টাকার গোপন টেন্ডার করেছেন বলে অভিযোগ। অভিযোগ করেছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ মাহাতাব।
চৌকি মিরদাদদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের তৃণমূল সদস্য শেখ মাহাতাব প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। শেখ মাহাতাব অভিযোগ করেন, প্রধান শুকনি সাহা তৃণমূলের বহিষ্কৃত সদস্যদের নিয়ে প্রায় ৮৫ লক্ষ্য টাকার গোপন টেন্ডার করেছেন। তার দাবি শুধুমাত্র নিজেদের পেটুয়া ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এমনটা করেছেন প্রধান। এমনকি যে রাস্তাগুলিতে কাজ হয়ে গেছে সেই রাস্তাগুলি দেখিয়ে ভুয়ো ভাবে বিল পাস করা হবে। তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রকাশ্যে টেন্ডার করার জন্য আবেদন জানান। কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরবর্তীতে মালদা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও দাবি করেছেন তৃণমূলের বহিস্কৃত সদস্য এবং বিজেপির প্রধান একত্রিত হয়ে পঞ্চায়েতে ব্যাপকহারে দুর্নীতি চালাচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে ব্লক অধিকারীকরাও জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মাহাতাব। যদিও বিজেপি প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। তৃণমূল নেতাদের আঙুল হিলনে প্রধান না চলায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে।