উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৬ ই এপ্রিল ২০২২ : বুধবার : বনদপ্তর এর অফিসার সেজে প্রতারণার অভিযোগে এক অভিযুক্ত-সহ মোট তিন জনকে আটক করল বনদপ্তর আধিকারিকরা।
মালদার ইংরেজবাজার এলাকা থেকে তাদের আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের তুলে দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। মূল অভিযুক্ত, গৌতম কর্মকার এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বনদপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগ আছে বনদপ্তর এর কাছে। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এদের আটক করে বনদপ্তর আধিকারিকরা। এদের তুলে দেওয়া হয়েছে ইংরেজবাজার থানার পুলিশের হাতে। একটি বেআইনি কাঠের গাড়িকে আটক করলেই এই চক্রের হদিশ পায় বনদপ্তর। এদের বিরুদ্ধে প্রতারণা, সরকারি দপ্তরের নাম অপব্যবহার করা সহ একাধিক ধারায় মামলা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।