উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মেটেলি : ৭ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লী এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বিদ্যুতের তার ছিড়ে একটি কুকুর মারা যায়।
জানা গেছে,এদিন ওই এলাকায় শিশুরা রাস্তায় খেলছিল। তাদের মাথার ওপরেই ছিল ওই বিদ্যুতের তারটি। হটাৎ ওই তারটি ছিড়ে নীচে থাকা শিশুদের ওপরে না পরে একটি পথকুকুরের ওপর পরে। বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় এই ভাবে বিদ্যুতের তার ছিড়ে নীচে পড়ার ঘটনা ঘটেছিল। এদিন তারটি কুকুরের ওপর না পরে শিশুদের ওপরে পরলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো। এদিন অবশ্য ঘটনার খবর পেয়ে বিদ্যুৎবন্টন কোম্পানীর লোকজন এসে ওই ছেড়া তারটি ঠিক করে দেয়। এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিদ্যুৎবন্টন কোম্পানীকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে।