উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : সার্ভিস রোডের দাবিতে দোমহোনি মোড় এলাকায় মালবাজার থেকে দোমহোনি হয়ে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ চলে। অবরোধের কারণে দোমহোনী মোড় এলাকায় গাড়ির লম্বা লাইন পরে গিয়েছে।
ঘটনাস্থলে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া এবং ময়নাগুড়ি থানার পুলিস বিক্ষোভকারীদের সাথে কথা বললেও অবরোধ তুলে নিতে চায় নি বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষণ প্রতিশ্রুতি না দিচ্ছেন ততক্ষণে অবরোধ চলবে। ময়নাগুড়ি ব্লক প্রশাসন একাধিকবার সার্ভিস রোড তৈরি করার বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন কিন্তু এরপরে সার্ভিস রোড তৈরী হয় নি বলে অভিযোগ করে তারা।