উত্তরবঙ্গ নিউজ : দক্ষিণ দিনাজপুর : ৮ ই এপ্রিল ২০২২ : শুক্রবার : ফেসবুকে সেনাকর্মী পরিচয় দিয়ে টাকা প্রতারণার অভিযোগ করে বালুরঘাটের এক ব্যবসায়ী। বিষয়টি সামনে আসতেই বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বালুরঘাট শহরের আর্য্যসমিতি এলাকার ব্যবসায়ী দিপজ্যোতি দাস। ওই ব্যবসায়ীর কাছ থেকে সব মিলে ৫৫ হাজার টাকা নিয়েছেন ভুয়ো পরিচয় দেওয়া সেনাকর্মী। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ দিনাজপুর সাইবার থানার পুলিশ।
জানা গেছে, কয়দিন আগে ফেসবুকে দীপক বর্মন নামে এক ব্যক্তি নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে বিজ্ঞাপন দেন। পুরনো জিনিসপত্র খুব কম দামে বিক্রি করে দেবেন। সেই বিজ্ঞাপনটি নজরে আসে বালুরঘাট শহরের বেলতলাপার্ক এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী দীপজ্যোতির। এরপরে বিজ্ঞাপন দেওয়া ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুরনো জিনিসপত্র কেনার জন্য মোট পাঁচবারে ৫৫ হাজার টাকা দেন ওই ব্যক্তিকে। এরপর জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। যে ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলে পরিচয় দিয়েছিলেন তিনি সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিয়েছেন। ওই ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলার পাশাপাশি তার বাড়ি উত্তর দিনাজপুরেও বলেন। এদিকে প্রতারণার বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার জেলা সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। ভুয়ো সেনাকর্মী পরিচয় দেওয়া ব্যক্তি সহ মোট তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার থানার পুলিশ।
