উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধূপগুড়ি : ১১ ই এপ্রিল ২০২২ : সোমবার : ফোর লাইনের জমি মাপাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ধূপগুড়ির ১ নম্বর ওয়ার্ডের লাল স্কুল পাড়ায়।
সোমবার জমিদাতাদের না জানিয়ে জমি মাপতে এলে লেগে যায় গন্ডগোল। বাধা দিতে আসায় ১ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলার সহ মোট নয় জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল ধূপগুড়ির বিডিও শঙ্কদ্বীপ দাস, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় রেফ। অবশ্য বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ধূপগুড়ি পৌরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায়। তিনি জানান, একজন কাউন্সিলরকে যে ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল তা ধিক্কারজনক। পরবর্তীতে এই নিয়ে বিজেপির পক্ষ থেকে আন্দোলনে নামবেন বলে এ দিন জানান বিরোধী দলনেতা।