উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৪ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : পয়লা বৈশাখের প্রাক্ মুহূর্তে ক্রেতাদের ভিড়ে ঠাসা জলপাইগুড়ি দিনবাজার এলাকায় আগুন নিয়ে চাঞ্চল্য ছড়ালো।
ঘটনাটি জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকার, বৃহস্পতিবার দুপুরে হটাৎ রাস্তায় আগুনের ফুলকি পরতে দেখা যায়। এলাকায় আগুন লাগার আতংক ছড়িয়ে পরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছায় কোতোয়ালী থানার পুলিশ। পরে অবশ্য জানা যায়, ওই এলাকার একটি বাড়ির ছাদে ঝালাই এর কাজ হচ্ছিলো, সেখান থেকেই আগুনের ফুলকি নীচে পুরোনো প্লাই এর উপরে পড়লে আগুন লেগে যায়। যা থেকে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক দিলীপ শা।
