উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৪ ই এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : মালবাজার পুর শহর তথা মহকুমা শহরে বাইরে থেকে যারা হঠাৎ শহরে আসেন, তারা শহরটিকে আপাতদৃষ্টিতে সুন্দর বলেই জানেন। কিন্তু এই শহরের একটি ব্যস্ত গলিতে মৃত্যুফাঁদ যে ওৎ পেতে রয়েছে, সেটা অনেকেই জানেন না। এটা দীর্ঘদিনের সমস্যা হলেও হয়তো প্রশাসনের নজরে পরে না। শহরের সেচ দপ্তরের অফিসের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, সেই গলিতে দীর্ঘদিন থেকেই ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় পড়ে রয়েছে। সেই গলি দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই বিষয়টিকে অনেক আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের।
এই বিষয়ে জিজ্ঞেস করলে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ বলেন, এখানকার ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়ে গেছিল। মাল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এরপর সিমেন্টের ঢাকনা তৈরি করা হয়েছে। যার মধ্যে দুটো ঢাকনা গাড়ির চাকা লেগে ভেঙে গেছে। খুব তাড়াতাড়ি ওগুলো লাগিয়ে দেওয়া হবে।
