উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১৮ ই এপ্রিল ২০২২ : সোমবার : মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় এক ফ্ল্যাট থেকে প্রাক্তন শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোমবার দুপুরে। মৃত স্কুল শিক্ষিকার নাম স্মৃতি সরকার (৬৫), পরিবারে রয়েছে স্বামী পীযূষ সরকার ও এক ছেলে। স্বামী পীযূষ বাবু এগ্রিকালচার ডিপার্টমেন্টে বহরমপুরে কর্মরত রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্কুল শিক্ষিকা অসুখে ভুগছিলেন। সেই কারণেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, বলে মনে করছেন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি সহ ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।