উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২১ শে এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : মালবাজার মহকুমার গজলডোবার তিস্তা ব্যারেজের তিস্তা নদীর চরে আটকে পরলো প্রায় ২৫-৩০ টি হাতি। আর এই হাতি দেখতে ভিড় করছে এলাকার মানুষ সহ পথ চলতিরা। হাতিদের যাতে কোন ভাবে বিরক্ত না করা হয় তার জন্য এলাকায় টহল দিচ্ছে তারঘেরা এবং কাঠামবাড়ি বন দপ্তরের আধিকারিকেরা। গজোলডোবার বাসিন্দা সঞ্জিবন মিস্ত্রি, মহাদেব সাহা বলেন, সম্ভবত বুধবার রাতে কাঠামবাড়ি বা তারঘেরা জঙ্গল থেকে খাবারের খোঁজে তিস্তা ব্যারেজ এলাকায় এসেছিল হাতিগুলো, কিন্তু সকালে আর ফিরতে না পারায় তিস্তার চরে দাঁড়িয়ে আছে। সকাল থেকে মানুষ ভিড় করেছে হাতি দেখতে। মাঝে মধ্যেই এই সব জঙ্গল থেকে রাতের বেলায় কৃষি জমিতে ঢুকে পড়ে এই সব হাতির দল, আবার ভোর এর আগেই জঙ্গলে ফিরে যায়। তবে এদিন কোন কৃষি জমিতে হাতি দলটি ঢোকে নি। উল্লেখ্য গত ৬-৭ মাস আগেও এই ভাবে এই এলাকাতে প্রায় ২০ টির হাতি দাঁড়িয়ে ছিলো, পরে বন কর্মিদের চেষ্টায় জঙ্গলে ফেরানো হয়েছিল।
তারঘেরা বন দপ্তরের রেঞ্জার কুনাল বর্মন বলেন, সকাল থেকে আমরা এবং কাঠামবাড়ি বন দপ্তরের কর্মিরা ঘটনাস্থলে আছি। হাতির দলকে এই সময় জঙ্গলে ফেরানো যাবে না। কারন আশেপাশে জনবসতি আছে। লোকজন এবং পাশেই রাস্তা দিয়ে গাড়ি চলছে। তা ছাড়া হাতির দলে সাবকও রয়েছে। তাই সন্ধ্যা নাগাদ দলটিকে জঙ্গলে ফেরানো হবে। তিস্তা নদীর পাশে বিরাট চর রয়েছে। সেখানে ছোট ছোট গাছের পাশেই হাতি গুলো দাঁড়িয়ে আছে। উৎসাহী মানুষ যাতে হাতিদের কাছে না যায় তার জন্য পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে বন কর্মিদের।