উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ক্রান্তি : ২১ শে এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : পথের সাথী সংস্থার থেকে জলপাইগুড়ির লাটাগুড়ি ক্রান্তি চা-বাগান এলাকায় অসহায় দরিদ্র এক পরিবারের হাতে কিছু সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের তিন মেয়ের পড়াশুনার দায়িত্ব নিলো পথের সাথী সংস্থা। সেই পরিবারকে তারা সুন্দর ভাবে বেচে থাকার জন্য, তাদের ঘরবাড়ি তৈরি করা জন্য পথের সাথী সংস্থার সদস্যরা এগিয়ে এলো। জলপাইগুড়ি পথের সাথী সংস্থার তরফে উপস্থিত ছিলেন, সভাপতি কৃষ্ণ রায়, বিশ্বজিত, জাভেদ, অমরদীপ এবং অন্যান্য সদস্যরা। তারা জানান, অসহায় মানুষের পাশে পথের সাথী সংস্থা ছিল এবং থাকবে বলে অঙ্গীকারবদ্ধ তারা।